Professional Color Grading শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কী করবেন?!
Color Grading এর আদ্যপ্রান্ত সবই শেখানো হবে এই এক কোর্সে!
দেশসেরা মেন্টর, স্টেপ বাই স্টেপ গাইডলাইন এবং অ্যাডভান্সড কারিকুলাম দিয়ে সাজানো এই কোর্সে আপনি শিখবেন কিভাবে শূন্য থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত Color Grading এর সব খুঁটিনাটি।

Master The Basics of Color Grading with DaVinci Resolve
Get the pinnacle of cinematic colour grading. Experience its full potential with DaVinci.
- এত স্কিল এর মধ্যে কালার গ্রেডিং কেন?
- আমার কালার গ্রেডিং এর যাত্রা - Wasell Chowdhury
- কেন এই কোর্স বেছে নিবেন আপনার কালার গ্রেডিং জার্নি শুরু করতে?
- এখন সব আছে বলে লোভ দেখিয়ে গেলেই হবেনা! কোর্স কেনার আগে জেনে নিন শুরু থেকে শেষ পর্যন্ত কারিকুলাম কীভাবে সাজানো হয়েছে
- আপনার যা করণীয়
- কোর্স শেষে আপনার জন্য থাকছে বিশেষ সার্টিফিকেট
- Frequently asked questions
এত স্কিল এর মধ্যে কালার গ্রেডিং কেন?
আপনি কখনও লক্ষ করেছেন একটা ফিল্মে কাহিনীর টোন এবং মুড বদলে যায় কিছু কালার কে হেরফের করে। বিষয়টা যতটা সহজ মনে হয়ে, বাস্তবে এই কালার এর হেরফের এর জন্য লাগে এক্সপার্ট লেভেল স্কিল। সেই স্কিল তার নামই হচ্ছে কালার গ্রেডিং। অধিকাংশ মানুষেরই কালার গ্রেডিং নিয়ে বিস্তর ধারণা নেই, ধারণা থাকলেও এটার সেক্টর ও চাহিদা যে কত হিউজ সেটা জানেনা। মিডিয়া ইন্ডাস্ট্রিটে এডিটিং এর মতোই সমান গুরুত্ব কালার গ্রেডিং এর।
আপনি যদি এমন একটি সেক্টর এ যেতে চান যেখানে কম্পিটিশন কম, ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারবেন এবং বর্তমান এবং ফিউচারে হাই ডিমান্ড থাকবে, তাহলে কালার গ্রেডিং আপনার জন্য। চলুন সংক্ষেপে দেখে নেই কালার গ্রেডিং স্কিলটি আপনার কোন কোন ক্ষেত্রে কাজে লাগে-

টিভি ও ফিল্ম এর পোস্ট-প্রোডাকশন
ফিল্ম এবং টিভিতে সঠিক স্টোরি কে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য, মুড ও টোন ঠিক রাখার জন্য কালার গ্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া, ফিল্ম, টিভি শো, কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদির ক্ষেত্রে একজন ক্যালারিস্ট এর গুরুত্ব সীমাহীন। এই স্কিল শিখে এসব ক্ষেত্রে আপনি সহজেই কাজ করতে পারবেন।

কর্পোরেট কোম্পানির ভিডিও
এই কনটেন্ট এর যুগে এখন সবচেয় জনপ্রিয় হচ্ছে শর্ট রিলস। তাই বিভন্ন কর্পোরেট কোম্পানি এবং কনটেন্ট ক্রিয়েটরা খুঁজছে এমন কাউকে যে তাদের জন্য আকর্ষণীয় ভিডিও এডিট করে দিবে যা তাদের কনটেন্ট মার্কেটিংকে নিয়ে যাবে অন্য প্রান্তে।সঠিক স্কিল জানা থাকলে এসব ক্ষেত্রে পেয়ে যাবেন অসংখ্য কাজ।

ফ্রিলান্সিং
পৃথিবী জুড়েই এখন রয়েছে ক্যালারিস্ট এর ব্যাপক চাহিদা। Fiverr, Upwork এর মতো ফ্রিলান্সিং ওয়েবসাইট এ গেলে দেখবেন শত শত কাজ কালারিস্ট এর জন্য। এখান থেকে বিভন্ন ব্র্যান্ড, অনলাইন মার্কেটপ্লেস ও ইনফ্লুয়েন্সার দের কাজ করে আপনি ইনকাম করতে পারেন একটি হ্যান্ডসাম এমাউন্ট।

প্রোডাকশন ও ষ্টুডিও হাউস
মিডিয়া প্রোডাকশন ও প্রফেশনাল ষ্টুডিওতে ফুল টাইম হিসেবে চাকরি করার সুযোগ পাবেন। এখানে আপনি বড় ছোট সবধরেনের কাজ করতে পারবেন এবং মাসিক ভালো ইনকাম করতে পারবেন।

কনটেন্ট ক্রিয়েশন
এই কনটেন্ট ক্রিয়েশন এর যুগে সবাই চাই তাদের একটি সিগনেচার ভিডিও স্টাইল এবং টোন থাকুক। কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সাথে প্রজেক্টভিত্তিক কাজ করে আপনার পোর্টফোলিও আরও উন্নত করতে পারবেন।
আমার কালার গ্রেডিং যাত্রা - Wasell Chowdhury
Hello everyone,
আমি Wasell Chowdhury। কারেন্টলি লিড করছি আমার প্রোডাকশন টিম Lumastrike studio কিছু টপ ব্র্যান্ড এর সাথে কলাবরেশনে। সিনেমাটোগ্রাফি ও ক্রিয়েটিভিটি নিয়ে প্যাশন থেকেই আমার কালার গ্রেড আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু। ৪ বছর ধরে আমি আমার ক্লায়েন্টদের জন্য ক্রিয়েটিভ এবং ইউনিক ভিজ্যুয়াল তৈরি করে আসছি যা তাদেরকে ইউনিক আইডেন্টিটি দেয়।
কালার গ্রেডিং ব্যাপারটা খুবই চমৎকার এবং একটি আর্টও বলা যায় এটাকে। সহজভাবে বলতে গেলে, এটি ভিডিও প্রসেসিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটার সাহায্যে একটা একটা ভিডিওর সঠিক কালার, টোন, এবং টেক্সচার ফুটিয়ে তোলা যায়।আমার মতে কালার গ্রেডিংই একটি গল্পকে প্রকৃত অর্থে তুলে ধরতে পারে।
নিচে আমার করা কিছু প্রজেক্ট এর লিঙ্ক দেওয়া থাকবে। আপনার চাইলে দেখতে পারেন।
কেন এই কোর্স বেছে নিবেন আপনার কালার গ্রেডিং জার্নি শুরু করতে?
আপনি কখনও লক্ষ করেছেন একটা ফিল্মে কাহিনীর টোন এবং মুড বদলে যায় কিছু কালার কে হেরফের করে। বিষয়টা যতটা সহজ মনে হয়ে, বাস্তবে এই কালার এর হেরফের এর জন্য লাগে এক্সপার্ট লেভেল স্কিল। সেই স্কিল তার নামই হচ্ছে কালার গ্রেডিং। অধিকাংশ মানুষেরই কালার গ্রেডিং নিয়ে বিস্তর ধারণা নেই, ধারণা থাকলেও এটার সেক্টর ও চাহিদা যে কত হিউজ সেটা জানেনা। মিডিয়া ইন্ডাস্ট্রিটে এডিটিং এর মতোই সমান গুরুত্ব কালার গ্রেডিং এর।
আপনি যদি এমন একটি সেক্টর এ যেতে চান যেখানে কম্পিটিশন কম, ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারবেন এবং বর্তমান এবং ফিউচারে হাই ডিমান্ড থাকবে, তাহলে কালার গ্রেডিং আপনার জন্য। চলুন সংক্ষেপে দেখে নেই কালার গ্রেডিং স্কিলটি আপনার কোন কোন ক্ষেত্রে কাজে লাগে-

বিগিনার টু অ্যাডভান্স লেভেল
আমরা জানি যে বাংলাদেশে কালার গ্রেডিং নিয়ে বিস্তর ধারণা আছে এরকম মানুষের সংখ্যা খুব কম ই। তাই আমরা আমাদের কোর্স এমন ভাবে সাজিয়েছি, যেন একদম প্রথম থেকে শুরু করে প্রতি টপিক কাভার করে আপনি প্রফেশনাল লেভেল এর আর্টিস্ট হয়ে উঠতে পারেন।

সফটওয়্যার আয়ত্ত
কালার গ্রেডিং সফটওয়্যারকে জটিল ভেবে অনেকেই শুরু করতে ভয় পান। এই ভয় ই আপনার ক্রিয়েটিভিটি কে দমিয়ে রাখে। এই কোর্স এ কালার গ্রেডিং ও ভিডিও এডিটিং এর সেরা সফটওয়্যার DaVinci Resolve দিয়ে এমন ভাবে শিখব, জাতে আপনার ক্রিয়েটিভিট কোনো বাধা না হয়ে।পরবর্তীতে আপনি যেকোনো সফটওয়্যার এ সহজেই কাজ করতে পারবেন।

কালার সাইকোলজি
সঠিক টোন সেট করার জন্য কালার সম্পরকে জানা অত্যন্ত জরুরি। কালার এর সঠিক ব্যাবহার জানলেই আপনি একজন ক্যালারিস্ট হিসেবে ভিজুয়ালি আবেগ প্রকাশ করতে পারবেন।

টিপস এন্ড ট্রিকস
কোন প্রজেক্ট এ কিভাবে কাজ করতে হবে, হয় সেটা কমার্শিয়াল অথবা ব্র্যান্ডেড, সবকিছুর জন্যই রয়েছে বিশেষ টিপস এন্ড ট্রিকস যা আপনার দক্ষতা আরও বাড়িয়ে দিবে।

হাতে কলমে কাজ
প্রজেক্টভিত্তিক লার্নিং এর মাধ্যমে আপনি সরাসরি রিয়েল ওয়ার্ল্ড অভিজ্ঞতা রিক্রিয়েট করা হবে, যাতে আপনি সহজেই ধারণা পান এবং আপনার দক্ষতাকে আরও ভালো ভাবে যাচাই করতে পারেন।

প্রাকটিক্যাল প্রজেক্ট
হাই গ্রেড রিয়েল সিনেমার ফুটেজ আমরা রিক্রিয়েট করব, যেটা প্রাকটিস করে আমরা হাই স্কিল্ড কাজ এর স্বাদ পেতে পারি।আমরা এমন প্রজেক্ট প্রোভাইড করবো যা আপনাকে রিয়েল ওয়ার্ল্ড কাজ এর একটি ধারণা দেয়। শুধু থিওরিটিক্যাল নয়, আপনি প্রাকটিক্যাল কাজের অভিজ্ঞতা পাবেন এই কোর্স থেকে।

LUT এর ব্যবহার
কালার গ্রেডিং দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে LUT বা Look-Up Tables তৈরি করা। এটার ব্যাবহার শিখে কিভাবে একটি ড্যামেজড ভিডিওকে সুন্দর করে তোলা যায়, তা আপনি হাতে কলমে শিখবেন। তা ছাড়াও শিখবেন এটা দিয়ে কিভাবে কালার কারেকশন কোর্টও হয়। এটা আয়ত্তে আনতে পারলে অন্যান্য এডিটর থেকে আপনার কাজ দেখাবে আরও প্রফেশনাল।

পোস্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রির প্রস্তুতি
এই স্কিল শিখে ও কাজে লাগিয়ে কীভাবে আপনার পোর্টফোলিও কে কীভাবে আকর্ষণীও করে তুলতে হয়ে, সেটা আমার শিখাবো এই কোর্স এ। একটি সুন্দর পোর্টফোলিও লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট এ আপনার চাহিদা বাড়িয়ে দিবে দ্বিগুণ।

হাজার ডলার সমমূল্য কোর্স ম্যাটেরিয়ালস
আপনি এমন সব এক্সক্লুসিভ টেমপ্লেটস, প্রিসেটস এবং রিসোর্স পাবেন যেটা অন্যকথাও এত কম মূললে পাবেন না। এসব হাজার ডলার ওর্থ রিসোর্সেস আপনার কাজ আরও মসৃণ ও সহজ করে ফেলবে।

কিভাবে সিনেমাটিক লুক আনবেন
আপনার কাজের প্রফেশনাল লুক আনার জন্য কিভাবে ফিল্ম লুক আনবেন তা এই কোর্স এ বিস্তর ভাবে আলোচনা করা হবে। কোন সিন এ কোন কালার ব্যাবহার করলে কেমন ভাব আসবে তা শিখবেন এই কোর্স থেকে।তা ছাড়াও বিভিন্ন বিখ্যাত সিনেমার কালার গ্রেডিং স্টাডি করা হবে।

২৪/৭ সাপোর্ট ও লাইভ ক্লাস
আপনার কোনও প্রশ্ন থাকলে যেকোনো সময় যোগাযোগ করে আমাদের ইন্সট্রাক্টর এর সাহায্য নিতে পারেন। তা ছাড়াও আমাদের ক্লাস লাইভ নেয়া হয়ে, যেখানে আপনি সরোসরী ইন্সট্রাক্টর এর সাথে কোথা বলতে পারবেন। তা ছাড়াও আমাদের কমিউনিটি এক্সেস থাকে যেখানে আপনি অন্যান্য শিক্ষার্থীদের থেকেও ফিডব্যাক নিতে পারবেন।
এখন সব আছে বলে লোভ দেখিয়ে গেলেই হবেনা!
কোর্স কেনার আগে জেনে নিন শুরু থেকে শেষ পর্যন্ত কারিকুলাম কীভাবে সাজানো হয়েছে
অনেকেই আছে কোর্সে ভর্তি হওয়ার আগে কোনও কারিকুলাম অথবা কোর্স টাইমলাইন দিয়ে থাকে না। অথচ একটি কোর্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই সেই কোর্স এর কারিকুলাম এন্ড আউটলাইন। আপনি টাকা দিয়ে যে কোর্স কিনছেন, সেই কোর্স এ কিভাবে কি শিখানো হবে তা জানা আপনার অধিকার। আমাদের কালার গ্রেডিং কোর্স এর কারিকুলাম সাজানো হয়েছে আপনাদের কোথা মাথায় রেখেই।
Course Curriculum
Episode 1: Introduction to DaVinci Resolve
যা যা শিখবেন:
• Overview of DaVinci Resolve
• Downloading and installing the software
• Interface tour: Media, Edit, and Color tabs
Episode 2: Starting a Project
যা যা শিখবেন:
• Setting up your project
• Importing and organising media files
• Basic timeline editing before jumping into colour grading
Episode 3: The Color Tab Interface Overview
যা যা শিখবেন:
• Introduction to the Color tab
• Understanding the workspace: Scopes, Nodes, Clips, and Timeline
• How to navigate the Color page
Episode 4: Working with Nodes (Part 1) - Live Class
যা যা শিখবেন:
• What are nodes, and why they matter in DaVinci Resolve
• Serial nodes vs Parallel nodes
• Adding and managing nodes in your project
Episode 5: Color Space Transformation - LIve Class
যা যা শিখবেন:
• Understanding Color Space concepts (Rec.709, DCI-P3, HDR, etc.)
• How to apply Color Space Transform in DaVinci Resolve
• Real-time workflow for transforming footage to match different output spaces
• Hands-on Q&A and troubleshooting
Episode 6: Understanding Scopes and Color Wheels
যা যা শিখবেন:
• Introduction to Scopes: Waveform, Parade, Vectorscope
• Using scopes to analyze and correct colors
• Overview of the Primary Color Wheels (Lift, Gamma, Gain)
Episode 7: Primary Corrections (Part 1)
যা যা শিখবেন:
• Basic exposure adjustments: Lift, Gamma, Gain
• Adjusting contrast, shadows, and highlights
• Real-time practice: Fixing exposure in a clip
Episode 8: Primary Corrections (Part 2)
যা যা শিখবেন:
• Adjusting saturation and hue using Color Wheels
• Balancing colors across different clips
• Real-time practice: Color balance and saturation adjustment
Episode 9: Secondary Corrections: HSL Curves - Live Class
যা যা শিখবেন:
• Introduction to HSL Curves
• Adjusting specific hues, saturation, and luminance
• Real-time practice: Selective color grading
Episode 10: Power Windows and Tracking
যা যা শিখবেন:
• Understanding Power Windows (circular, square, and custom shapes)
• Using Power Windows for isolated color corrections
• Tracking moving subjects with Power Windows
Episode 11: Color Matching Between Clips - Live Class
যা যা শিখবেন:
• Techniques for matching the color of two different shots
• Using the Color Match tool and manual matching methods
• Real-time practice: Color matching a sequence
Episode 12: Using LUTs in DaVinci Resolve
যা যা শিখবেন:
• Introduction to LUTs (Look-Up Tables)
• Applying LUTs for quick color looks
• Customizing LUTs for unique color grading
Episode 13: Film Look and Stylized Grading
যা যা শিখবেন:
• Creating a cinematic or stylized look using color grading
• Working with the Color Boost, Mid-tone Detail, and Color Temperature
• Applying advanced color grading techniques for specific moods
Episode 14: Skin Tone Correction and Enhancement
যা যা শিখবেন:
• Isolating and correcting skin tones
• Using HSL and Power Windows to enhance skin tones
• Real-time practice: Perfecting skin tones in various lighting conditions
Episode 15: Final Touches and Rendering
যা যা শিখবেন:
• Final adjustments: sharpening, noise reduction, and vignette
• Review and quality check before export
• Rendering your color-graded project
আপনার যা করণীয়
একটি ক্রিয়েটিভ স্কিল শিখতে আপনার ব্যাক্তি জীবনে নিয়ে আসতে হবে ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গি।স্কিল শিখার ক্ষেত্রেও একটি ফিক্সড ধারাবাহিকতা মেনে চললে, সেটার ফল আরও দ্রুত এবং ভালো ভাবে পাবেন। আপনার জন্য জিনিসটা আরও সহজ করে দিতে আমরা একটি গাইডলাইন প্রদান করে থাকি, যেটা অনুসরণ করলে আপনি প্রফেশনাল ক্যালারিস্ট হয়ে উঠতে পারবেন:
শিখতে হবে বেসিক কালার থিওরি
কালার গ্রেডিং শুরু করতে আপনার প্রথমেই জানতে হবে কালার, কনট্রাস্ট, স্যাচুরেশন, গ্রেডিয়েন্ট, হিউ, লুমিনেন্স ইত্যাদি বিষয় নিয়ে। এইসব বিষয়ের প্রাথমিক ধারণা অর্জন করল পরবর্তী ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে।
সফটওয়্যার এর দক্ষতা অর্জন
কালার গ্রেডিং এর জন্য ইন্ডাস্ট্রির বেস্ট সফটওয়্যার DaVinci Resolve নিয়ে কাজ করব আমরা এই কোর্সে । এই সফটওয়্যারটি কালার গ্রেডিং এর জন্যই নির্মিত এবং এটা ইন্ডাস্ট্রি এক্সপার্টরা নিয়মিত ব্যাবহার করে থাকে।
গ্রেডিং এবং কালার কারেকশন এর পার্থক্য
গ্রেডিং এ একটি ফুটেজ এর ভিজ্যুয়াল লুক ঠিক করা হয়ে এবং কালার কারেকশন এর মাধ্যমে ভিডিও ফুটেজ এর কালার ঠিক করা হয়ে। এই দুই জিনিস এর মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন স্টাইল থেকে অনুপ্রেরণা নিতে হবে
বিখ্যাত সিনেমা অথবা টিভি শো থেকে তাদের ভিজ্যুয়াল লুক খেয়াল করে সেটা থেকে অনুপ্রেরণা নিতে হবে। এসব সিনেমার ভিজ্যুয়াল স্টাইল বিশ্লেষণ করে আপনার কাজে রিক্রিয়েট করতে পারলেই আপনি একজন প্রো ক্যালারিস্ট হয়ে উঠতে পারবেন।
প্রাকটিস প্রাকটিস প্রাকটিস
আপনি যত চর্চার মধ্যে থাকবেন, তত সেই বিষয় নিয়ে আপনার ধারণা বাড়তে থাকবে, আপনার স্কিল ও শার্প হতে থাকবে। প্রচুর প্রাকটিস এর মাধ্যমেই হয়তো আপনি আপনার সিগনেচার কালার গ্রেডিং স্টাইল ও তৈরি করে নিতে পারবেন।
ফোটোগ্রাফি ও ফিল্ম মেকিং নিয়ে ধারণা
কোন ফিল্ম এ কেমন লাইটিং ও কালার গ্রেডিং লাগবে সেটার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। কালার এবং কম্পোসিশন এর ধারণা থাকলে তা আপনার গ্রেডিং কে আরও উন্নত করবে। এই বিষয়গুলো গ্রেডিং এ অনেক প্রভাব ফেলে।
ফোটোগ্রাফি ও ফিল্ম মেকিং নিয়ে ধারণা
কোন ফিল্ম এ কেমন লাইটিং ও কালার গ্রেডিং লাগবে সেটার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। কালার এবং কম্পোসিশন এর ধারণা থাকলে তা আপনার গ্রেডিং কে আরও উন্নত করবে। এই বিষয়গুলো গ্রেডিং এ অনেক প্রভাব ফেলে।
কোর্স শেষে আপনার জন্য থাকছে বিশেষ সার্টিফিকেট!
একজন অভিজ্ঞ মেন্টর এর কাছে স্কিল শিখে সেটার সার্টিফিকেট এর দামই আলাদা। কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি অন্যদের থেকে বিশেষ গুরুত্ব পাবেন। কিন্তু দিনশেষে সার্টিফিকেট থেকে স্কিল এর মূল্য বেশি।

Frequently Asked Questions
একজন ভিডিও এডিটর হিসেবে এই কোর্স থেকে আমি কি শিখতে পারব?
আপনি একজন ভিডিও এডিটর হয়ে থাকলে এই কোর্সটি আপনার অনেক ভাবে কাজে লাগবে। কালার গ্রেডিং এর ব্যাবহার আপনার ভিডিও এডিটিংকে নিয়ে যাবে অন্য মাত্রায়। এই ইন্ডাস্ট্রিতে কম্পেটিশন খুব কম এবং সফল হওয়ার সুযোগ অনেক।
বিগিনার হিসেবে এই কোর্স কি আমার জন্য?
আমাদের কোর্স সাজানো হয়েছে এমন ভাবে যেন যার আগে কখনও কালার গ্রেডিং সম্পর্ক ধারণা নেই কিন্তু আগ্রহী, তারা সহজেই বুঝতে পারবে।নতুন অথবা এক্সপার্ট সবার জন্যই শেখার আছে এই কোর্স থেকে।
কোর্সটি শেষ করতে আমার কত সময় লাগবে?
সবার শেখার পদ্ধতি ভিন্ন, সবার শেখার সময়ও ভিন্ন। তাই কোর্স শেষ করতে কতদিন লাগবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। কোর্স এ দেয় গাইডলাইন গুলো ঠিক ভাবে ফলো করতে পারলে খুব কম সময়েই আপনি স্কিলটি রপ্ত করতে পারবেন।
এই কোর্সটি কোন বয়সীদের জন্য?
আপনার বয়স যতই হোক ১৮ কিংবা ৫০, এই কোর্সটি সব বয়সীদের জন্যই। এই দুনিয়াতে শিখার কোনও শেষ নাই। শুধু বেসিক কম্পিউটার জানা থাকলেই এই কোর্স থেকে শিখে ভালো আয় করতে পারবেন।
কোর্সটি কিনার টাকা নেই, এখন আমি কি করব?
কোনও কিছু পেতে হলে আপনাকে সেটার পিছনে ইনভেস্ট করতে হবে। হক সেটা সময় অথবা মূল্য। আপনার আজকের এই সামান্য মূল্য ভবিষ্যতে বিশাল সম্পদ হয়ে দাড়াবে। কখন কোথায়ে ইনভেস্ট করতে হবে এটা যারা জানে, তারাই সফল হয়ে।
কোর্স সংক্রান্ত আপডেট পাব কোথায় ?
এই কোর্স সংক্রান্ত সকল তথ্য পাবেন আমাদের ফেইসবুক পেইজে এবং ফেইসবুক স্টুডেন্ট কমিউনিটিতে। আমাদের ফেইসবুক পেইজ ফলো করতে এখানে ক্লিক করুন এবং আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে জয়েন করতে এখানে ক্লিক করুন।